আওয়ামী লীগসহ ১১ দলের ওপর নিষেধাজ্ঞার রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও জাতীয়পার্টিসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের করা রিট না চালানোর কথা জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী। এরপর আদালত রিট আবেদনগুলো উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রিট আবেদনগুলো না চালানোর কথা জানান জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।
একইসঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
এর আগে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) ও হাসিবুল ইসলাম। একটি রিটে আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল। রিট আবেদনে নির্বিচার মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগ আনা হয়েছিল দলগুলোর বিরুদ্ধে।
অপর রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এসব নির্বাচনের গেজেট কেন বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছিল।