আজ: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ইং, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২৪, বুধবার |

kidarkar

গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস রোনালদোর, বিদায় আল নাসরের

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৯৬তম মিনিটের খেলা চলছিল তখন। দল পিছিয়ে ১-০ গোলে। এমন সময় পেনাল্টি পেল আল নাসর। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ড্র করলেও সম্ভাবনা বেঁচে থাকবে।

এমন সময় পেনাল্টি পাওয়া মানে, সাত রাজার ধন হাতে পেয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি কিকটি নিতে এলেন দলের অধিনায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।

স্পট কিক নিলেন রোনালদো; কিন্তু বলটা মেরে দিলেন তিনি বারের ওপর দিয়ে। গোল করতে পারলেন না রোনালদো। শেষ পর্যন্ত আল তাউনের কাছে ১-০ গোলে হেরে আল নাসর বিদায় নিল কিংস কাপ থেকে।

সৌদি প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেয়ার পর এখনও কোনো বড় শিরোপা জেতা হয়নি রোনালদোর। এবার প্রিমিয়ার লিগের মাঝারিমানের দল আল তাউনের কাছে হেরে বিদায় নিতে হথো সিআর সেভেনকে। অর্থ্যাৎ, শিরোপা জয়ের জন্য আরও অপেক্ষায় থাকতে হবে তাবে।

সৌদি প্রো লিগে যোগ দেয়ার পর থেকে ১৮টা পেনাল্টি শট নিয়েছিলেন সিআর সেভেন। একটিও মিস হয়নি। অথচ, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই পেনাল্টি মিস করে বসলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের ৩১তম পেনাল্টি মিস করলেন রোনালদো। একটা পেনাল্টির কত মূল্য!

ঘরের মাঠ রিয়াদের আল আওয়াল পার্কে আল তাউনের মুখোমুখি হয় আল নাসর। প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধেরও প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছিলো। এমন সময়, ম্যাচের ৭১তম মিনিটে হঠাৎ গোল করে আল তাউনকে এগিয়ে দেন ওয়ালেদ আল আহমেদ। এরপর এই গোলটিই হয়ে দাঁড়ালো জয়-পরাজয় নির্নায়ক।

ইতালিয়ান কোচ স্টেফানো পিওলি আল নাসরে যোগ দেয়ার পর এটাই প্রথম ম্যাচে, যেটাতে হেরেছেন তিনি। ম্যাচ শেষে পিওলি বলেন, ‘টেকনিক্যালি আমরা বেশ ভালো খেলেছি; কিন্তু ম্যাচটা জিততে পারিনি। কিংস কাপ থেকে বিদায় নেয়ার কারণে বেশ হতাশা অনুভব হচ্ছে। তবে, এখনও দুটি শিরোপা বাকি আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো- এই দুটি শিরোপা জয়ের জন্য।’

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.