পুঁজিবাজারের উন্নয়নে অর্থ উপদেষ্টাকে নীতি সহায়তার প্রস্তাব দিয়েছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, অর্থ উপদেষ্টার কাছে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নের জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী নীতি সহায়তার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেছে বিএসইসি। তিনি বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের পুনর্গঠিত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সমন্বিতভাবে পুঁজিবাজারের উন্নয়নে নীতি সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যার মধ্যে কিছু থাকবে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য, আর কিছু বিষয় মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টা শুধু আমাদের সঙ্গে নয় তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
অর্থ উপদেষ্টার কাছে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে বিএসইসির পক্ষ থেকে তুলে ধরা প্রস্তাবগুলো হলো-
বাজারে তারল্য সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য তহবিল জোগানে সহায়তা, জরিমানার মাধ্যমে বিএসইসির আদায় করা অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি ভালো ও লাভজনক কোম্পানিগুলোকে দ্রুত বাজারে আনতে আইপিও আইন সংস্কার ও কর প্রণোদনার ব্যবস্থা করা, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে এক দিনে নামিয়ে আনা, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ অনাদায়ী পুঞ্জীভূত ঋণাত্মক ঋণ (নেগেটিভ ইক্যুইটি) রয়েছে চূড়ান্তভাবে সেগুলোর নিষ্পত্তি করা, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের বিনিয়োগে উৎসাহিত করতে মূলধনী মুনাফার করহার কমানো, শেয়ার পুনঃক্রয়ব্যবস্থা চালুর বিষয়ে করণীয় নির্ধারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভবিষ্যতে আর কখনো ফ্লোর প্রাইস আরোপ না করা এবং সুশাসন ও আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করা।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার ।
need to good governance.
[10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
এখনো বোকারেজ হাউস নির্ভর।
এতে মানুষের আস্থা
কম।
ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
[10/28, 16:38] Md.alamgir hossain: বিএসইসিএর নিকট আকুল আবেদন
যে কোন কোম্পানি শেয়ার মার্কেটে থাকতে হলে সর্বনিম্ন ১% হলেও বোনাস দিতে হবে নতুবা মার্কেট থেকে বাদ দেওয়া উচিত।
জেট ক্যাটাগরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এতে বিনিয়োগকারীদের ক্ষতি হয় কোন লাভ নেই।
[10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
অনেক দিন পরে হলেও সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা আপনাদেরকে সাহায্য করুক।
মার্কেট যেন স্বাভাবিক গতিতে চলে এবং ঊর্ধ্বমুখী মুখী থাকে একনাগারে বেশ কয়েকদিন তাহলে মানুষের আস্থা আসবে । তারপরেও মার্কেট কারেকশন হবে কিন্তু সেটা স্বাভাবিকভাবে হতে হবে।
যাতে কখনো অস্বাভাবিক না হয়
free flot er 10% jate short selling kora jai,emon niyom kore jate short sell er onomodon dei,news koren.