হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস-কে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বহুজাতিক নির্মাণসামগ্রী কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গকে বিভিন্ন ধরনের বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে, যেগুলোর মধ্যে রয়েছে অর্থ সংগ্রহ, পরিশোধ এবং রিকনসিলিয়েশন সুবিধা।
ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ১,১০০ এরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেটের সুবিধা কাজে লাগিয়ে হাইডেলবার্গ তাদের পরিবেশকদের কাছ থেকে সহজেই পাওনা আদায় করতে সক্ষম হবে। ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সিস্টেম সক্ষমতাকে কাজে লাগিয়ে রেগুলার ব্যাংকিং আওয়ারের পর এবং ছুটির দিনেও ট্রানজ্যাকশন করা যাবে। ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট সল্যুশন ব্যবহার করে হাইডেলবার্গ দক্ষতার সাথে নিজেদের ফান্ড পৃথকীকরণ এবং পরিচালনা করতে পারবে, যা পাওনা অর্থের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করবে। এছাড়াও, হাইডেলবার্গ ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে ২৪/৭ পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবে।
এই সল্যুশনগুলোর লক্ষ্য হলো, হাইডেলবার্গের লেনদেন প্রক্রিয়াকে উন্নত করার মাধ্যমে সেটিকে আরও দক্ষ এবং কার্যকর করে তোলা।
২৮ অক্টোবর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর টেরেন্স ওং কিয়ান হক এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অ্যান্ড সিএফও জসিম উদ্দিন চৌধুরী এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক সিএমএ এফসিএ।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ঢাকা রিজিওনাল কর্পোরেটের এরিয়া হেড আবু সাদাত চৌধুরী।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস হলো একটি জার্মানভিত্তিক বহুজাতিক নির্মাণসামগ্রী প্রস্তুতকারী কোম্পানি, যা বিশ্বের বৃহত্তম নির্মাণসামগ্রী কোম্পানিগুলোর মধ্যে একটি। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সুনামের সাথে নির্মাণসামগ্রীর ব্যবসায় করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের লিডার হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নিত্যনতুন ব্যাংকিং প্রয়োজন মেটাতে নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি-সক্ষমতা ব্যবহার করে যাচ্ছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস-এর সাথে এই চুক্তি আধুনিক, দক্ষ এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন এবং একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত।