সর্বোচ্চ দর বেড়েছে আফতাব অটোমোবাইলসের
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৭৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ১০ শতাংশ।
আর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমক্যালস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ৯.৭৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৭৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯.৬৪ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৯.৬০ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.৫২ শতাংশ এবং সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৫২ শতাংশ দর বেড়েছে।