নিজস্ব প্রতিবেদক: শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর সর্বস্তরের কর্মীবাহিনীর নিরলস চেষ্টার ফলে এবং সকল গ্রাহকবৃন্দ, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী ও নিয়ন্ত্রণকারী সংস্থার নিবিড় পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক সৃষ্ট সমস্যাদির দ্রুত উন্নতি হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের প্রতি পূর্বের ন্যায় আস্থা রাখার এবং সর্বাবস্থায় ইউনিয়ন ব্যাংকে ব্যাংকিং করার জন্য অনুরোধ জানাচ্ছে।
ঠিক হতে হতে ব্যাংকের সর্বনাশ হয়ে যাবে
ঠিক হতে হতে ব্যাংকের সর্বনাশ হয়ে যাবে
আল্লাহ সহায় হোক
কেউ লোভে পড়ে ইউনিয়ন ব্যাংক এর শেয়ার বাই করবেন না, যদি পাকনামি করেও ইউনিয়ন ব্যাংক এর শেয়ার বাই করেন তাহলে আম ছালা সবই যাবে । সর্বশেষ চার মাসের ইপিএস মারাত্মক খারাপ (নেগেটিভ)। যাদের কাছে উনিয়ন ব্যাংক এর শেয়ার আছে তারাই শেয়ার ছাড়ার জন্য পেজেটিভ নিউজ দিচ্ছে। যদি এই শেয়ার ভালই হতো তাহলে গত বছরের ডেভিডেন্ট এখনও দিচ্ছে না কেন? এবছর প্রায় শেষের পথে কিন্তু গত বছরের লভ্যাংশ এখনও দিচ্ছে না। (বি.দ্র: ভুয়া নিউজ করার জন্য শেয়ারবাজারনিউজ.কম এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ)
ইউনিয়ন ব্যাংক খুব ভালো করছে,আমার জানামতে বড় বড় বিনিয়োগকারীরা ইউনিয়ন ব্যাংকের শেয়ার কিনছে। এস আলম গ্রুপের মালিকানাধীন ডিরেক্টর শেয়ার এর বিক্রি আটক রেখেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক। প্রতিদিন ভালো লেনদেন হচ্ছে এবং ভালো প্রতিষ্ঠানিক বিনিয়োগ আছে। দ্রুততম সময়ে প্রফিট করতে হয়ে গেলে অবশ্যই আপনার বিনিয়োগ ইউনিয়ন ব্যাংকে করতে হবে। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ খেলাপি ঋণ আদায়ের জোর প্রচেষ্টা চালাচ্ছে।।সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ওদেরকে দেড়শ কোটি টাকা দিচ্ছে ধার হিসেবে দৈনন্দিন কার্য পরিচালনার জন্য। সোনালী ব্যাংকে যেহেতু দেড়শ কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে বা আরো ভবিষ্যতে করবে অন্যান্য প্রাইভেট ব্যাংক union bank অবশ্যই ঘুরে দাঁড়াবে।
ব্যাংক কীভাবে ঘুরে দাঁড়াবে? ব্যাংক শুধু গ্রাহক কে টাকা দিতে হয়।
গ্রাহকের টাকা দিতেই হিমশিম
তাহলে গ্রাহককে টাকা দিচ্ছেন কেনো? ব্যাংক ঘুরে দাড়ানোর নমুনাতো দেখছিনা?
তাহলে গ্রাহককে টাকা দিচ্ছেনা কেনো? ব্যাংক ঘুরে দাড়ানোর নমুনাতো দেখছিনা?
লেনদেন স্বাভাবিক করুন তখন উন্নতি হবে এখন ব্যাংকের শাখায় গেলে ৩০০০হাজার টাকা চেক পাশ হয়না, অন্তত পক্ষে আগের মত লেনদেন করতে পারি ও অনলাইন সেবা চালু করুন বুঝবো ঠিক হয়েছে
ইউনিয়ন ব্যাংক সম্প্রতি কিছুটা উন্নতি লখ্যকরা যাচ্ছে,এখন কিন্তু খালিহাতে পিরতে হচ্ছেনা গ্রাহকদেরকে আশাকরি সঠিক বাভে রিনের টাকা তুলতে পারলে উন্নতি করবে।
Gore darathe giye matha gore pore jasse.uniom bank AR customer
আমরা বিগত দুই মাস ধরে টাকা পাচ্ছি না
গ্রাহকের টাকা না দিলে কিভাবে আস্থা আসবে?
ইউনিয়ন ব্যাংক সাময়িক সমস্যা ছিল, এখন ঠিক হচ্ছে। এটা একটা ভালো ব্যাংক।
সরকারের সদিচ্ছায় বাংলাদেশ ব্যাংক এর নজরদারিতে সকল দূর্বল ব্যাংক সবল অবস্থায় ফিরে আসুক।- এমন নীতিবাচক চিন্তা করাই শ্রেয়। জনগনকে আর্থিক নিরাপত্তার জন্য সরকার অবশ্যই সুচিন্তিত ভাবে ব্যবস্থা নিবেন ইনশাআল্লাহ।
আমি ২০১৫ সাল থেকে ইউনিয়ন ব্যাংকের সাথে লেনদেন করে আসছি, এদের সেবার মান খুব ই ভালো।
এস আলম যদি এই ব্যাঙ্ক থেকে ভুয়া ঋণ নিয়ে ব্যাঙ্কটিকে খালি না করতো তা হলে তো ব্যাংকটির এই অবস্থা হতো না।এখন অন্যান্য ব্যাংকের তুলনায় এই ব্যাঙ্কের লেনদেন বেড়েছে। আশা করি ইউনিয়ন ব্যাংকের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারনে ব্যাংকটি খুব দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
কিভাবে ব্যাংক ঘুড়ে দাড়াবে বলেন, মানুষ এখন শুধু টাকা উটানোর জন্য যায়,টাকা জমা দেওয়ার জন্য যায়না, জমা ও বা দিবে কেনো টাকা উটাতে গেলে যত ঝামেলা। এক শাখায় টাকা জমা দিলে অন্য শাখা থেকে যদি মানুষ টাকা উটাতে না পারে তাহলে মানুষ টাকা জমা দিবে কেনো। অনলাইন বন্ধ, ক্লিয়ারিং চেক পাশ করেনা,আরটিজিএস বন্ধ, ইলেকট্রিক ফান্ড ট্রান্সপার বন্ধ, এক কথায় সব বন্ধ শুধু টাকা উটানো এবং জমা দেওয়া ছাড়া। এইরকম সব বন্ধ করে দিয়ে সরকারি নজরদারী করলে কিভাবে ব্যাংক ঘুড়ে দাড়াবে সেটা জনাব গভর্নর সাহেব ভালো জানেন। তবে আমরা চাই ইউনিয়ন ব্যাংক ঘুড়ে দাঁড়াক।
কেউ বলে সোচনিয় কেউ বলে ঘুরে দাড়াচ্ছে। আসলে কি হচ্ছে?
খুবই হাস্যকর নিউজ । এসব ব্যাংকে গ্রাহকদের টাকা বুঝিয়ে দিয়ে দ্রুত তার সাথে বন্ধ করে দেওয়া উচিত। এসব আগাছা মার্কা ব্যাংক বাংলাদেশের থাকলে আবার কোন না কোন চোর এসে লুটপাট শুরু করবে ।
সাধারণ আমানতকারীদের টাকা বুঝিয়ে দিয়ে তারপর ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত ।
ঘুরে দাঁড়াইতে গেলে আবার মাথা ঘুরে পড়ে যাবে ।
খুবই হাস্যকর নিউজ । এসব ব্যাংকে গ্রাহকদের টাকা বুঝিয়ে দিয়ে দ্রুত তার সাথে বন্ধ করে দেওয়া উচিত। এসব আগাছা মার্কা ব্যাংক বাংলাদেশের থাকলে আবার কোন না কোন চোর এসে লুটপাট শুরু করবে ।
সাধারণ আমানতকারীদের টাকা বুঝিয়ে দিয়ে তারপর ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত ।
আমি নিয়মিত লাভের অংশ পাচ্ছি কিন্তু নগদ একসাথে ২০-৫০ হাজার পাইনা সব ঠিকহবে ইনসআল্লাহ সময়ের অপেক্ষা মাত্র।
Union bank better than before.
ইনশাআল্লাহ আশা করছি সব আগের মত ঠিক হয়ে যাবে
ইনশাআল্লাহ গ্রাহক দের টাকা পেলে হলো