আজ: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ইং, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ নভেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

মূলধনী মুনাফার ওপর করের হার হ্রাস করায় মাননীয় অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান বিএসইসি, ডিএসই ও গণমাধ্যমের প্রতি ডিবিএর কৃতজ্ঞতা জ্ঞাপণ

নিজস্ব প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার (Capital Gain Tax) ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ সোমবার (৪ নভেম্বর) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাননীয় অর্থ উপদেষ্টাকে এই অভিনন্দন জানান।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বাজারের দীর্ঘ মন্দা কাটিয়ে তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনী মুনাফার উপর কর ছাড়ের বিষয়টি খুবই প্রয়োজন ছিল। এ বিষয়ে মূলধনী মুনাফার উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়ে আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টা মহোদয়ের নিকট সুপারিশ করেছিলাম। মাননীয় অর্থ উপদেষ্টা আমাদের সুপারিশ সুবিবেচনা করে মূলধনী মুনাফার (Capital Gain Tax) ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় আমরা ডিবিএর পক্ষ থেকে তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই কর ছাড়ের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি তাঁর সদিচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে দেশী বিদেশী বিনিয়োগকারীর আগমন ঘটে পুঁজিবাজার বিনিয়োগ সমৃদ্ধ হবে।

জনাব সাইফুল উল্লেখ করেন, আমরা লক্ষ করেছি যে, পুঁজিবাজারের প্রতি মাননীয় অর্থ উপদেষ্টার বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা আশা করি, তিনি আমাদের বাকী সুপারিশগুলো সুবিবেচনা করবেন এবং প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে সুসংগঠিত ও শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলবেন।

জনাব সাইফুল মূলধনী মুনাফার উপর কর হার হ্রাসে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান জনাব আবদুর রহমান খান, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান জনাব মমিনুল ইসলামসহ সকল গণমাধ্যম কর্মীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, তারা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে পুঁজিবাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের দেয়া সুপারিশগুলো সুবিবচনায় নিয়ে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। আশা করছি, বর্তমান সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক উদ্যোগে আমরা খুব শিগগির বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব একটি পুঁজিবাজার দেখতে পাবো।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অতীতের ন্যায় ভবিষতেও সরকার, বিএসইসি, এনবিআর, ডিএসইসহ গণমাধ্যমের সাথে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিচ্ছি।

 

 

২ উত্তর “মূলধনী মুনাফার ওপর করের হার হ্রাস করায় মাননীয় অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান বিএসইসি, ডিএসই ও গণমাধ্যমের প্রতি ডিবিএর কৃতজ্ঞতা জ্ঞাপণ”

  • Anonymous says:

    [10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
    মার্কেটে কোন কোম্পানি আসার পর
    জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
    এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
    বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
    [10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
    এখনো বোকারেজ হাউস নির্ভর।
    এতে মানুষের আস্থা
    কম।
    ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
    মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
    [10/28, 16:38] Md.alamgir hossain: বিএসইসিএর নিকট আকুল আবেদন
    যে কোন কোম্পানি শেয়ার মার্কেটে থাকতে হলে সর্বনিম্ন ১% হলেও বোনাস দিতে হবে নতুবা মার্কেট থেকে বাদ দেওয়া উচিত।
    জেট ক্যাটাগরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
    এতে বিনিয়োগকারীদের ক্ষতি হয় কোন লাভ নেই।
    [10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
    মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
    আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
    প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।

  • MD Asif Islam says:

    margin rule should be change. If margin rule should not change will never change market in future. Should stop give any kind of margin loan for next two years.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.