আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

যুক্তরাষ্ট্রের প্রথম ভোট কেন্দ্রের ফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহ্য মেনে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে মঙ্গলবার মধ্যরাত ১২টার (৫ নভেম্বর) পরপরই প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়।

‘ভাগ্য নির্ধারণী’ হিসেবে পরিচিত ভোটকেন্দ্রটিতে মাত্র ছয়জন নিবন্ধিত ভোটার। ১০ মিনিটের মধ্যেই তাদের ভোটগ্রহণ পর্ব শেষ হয়। প্রত্যেকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান। এবং সঙ্গে সঙ্গে ফলাফলও প্রকাশ করা হয়। সেখানে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প সমান তিনটি করে ভোট পেয়েছেন।

এর আগে, সংবাদকর্মীদের উপস্থিতিতে অ্যাকর্ডিয়নের সুরে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় ডিক্সভিল নচে। নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো আসনে ভোটারের সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক অধিকারের চর্চা বা ভোটাধিকার প্রয়োগ শেষ করতে পারা মাত্রই ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

 

২০২০ সালে ডিক্সভিল নচ কেন্দ্রে ৫ ভোটারের সবাই জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। তিনিই এই গ্রামের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবার রায় পেয়েছিলেন। ২০১৬ সালে সাত ভোটের মধ্যে হিলারি ক্লিনটন পেয়েছিলেন ৪টি।  ১৯৬০ থেকে সেখানে এই মধ্যরাতেই ভোট শুরু হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছোট এই গ্রামেও কমলা-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই এবারের মার্কিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবকে ফুটিয়ে তুলেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.