আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

শেয়ারবাজারে অক্টোবরে বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৫৪৩টি

নিজস্ব প্রতিবেদক : নানা অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত শিবলী কমিশনের পতনের পরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। ফলে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। ফলে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ফিরতে শুরু করেন। সেপ্টেম্বরের মতো অক্টোবরের নতুন নতুন বিনিয়োগকারী শেয়ারবাজারে ফিরেছেন।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, সব কিছু ছাপিয়ে সেপ্টেম্বরের মতো অক্টোবর মাসেও শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।

সিডিবিএল জানিয়েছে, অক্টোবরের শেষ কর্মদিবস শেয়ারবাজারে বিনিয়োগাকরীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও) দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজার ৩৬০টিতে। সেপ্টেম্বরের শেষ দিন এই সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৮১৭টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে বিনিয়োগাকীদের বিও হিসাব বেড়েছে ৩ হাজার ৫৪৩টি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক না থাকায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যদিও সেপ্টেম্বর মাসের মতো অক্টোবরেও শেয়ারবাজার নানান ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই শেয়ারবাজার তার নিজস্ব গতিতে ফিরে আসবে।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষদিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজার ৯৩৩টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন এই সংখ্যা ছিল ১২ লাখ ৫৪ হাজার ১২৭টিতে। মাসটিতে পুরুষ বিও হিসাব বেড়েছে ২ হাজার ৮০৬টি।

আলোচ্য মাসে নারী বিও হিসাব ৬৬০টি বেড়েছে। অক্টোবরের শেষদিন নারী বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৫৫টিতে। আর সেপ্টেম্বরের শেষদিন নারী বিও হিসাব ছিল ৪ লাখ ২ হাজার ৩৯৫টি।

অক্টোবর মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ৭৭টি। অক্টোবরের শেষদিন এই বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৭২টিতে। সেপ্টেম্বরের শেষদিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ২৯৫টি।

এদিকে অক্টোবরের শেষ কর্মদিবস দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৩৩টিতে। সেপ্টেম্বরের শেষ কর্মদিবস এই সংখ্যা ছিল ১৬ লাখ ৯ হাজার ৫৫৩টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৪৮০টি বেড়েছে।

তবে সেপ্টেম্বর মাসে বিদেশী বা প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। অক্টেবরে তাদের হিসাব ১৪টি কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৫৫টিতে। সেপ্টেম্বর মাসের শেষ কর্মদিবস বিদেশী বা প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৬৯টি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.