আজ: মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ইং, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

ফ্রান্স ২০২৪ অলিম্পিকে সাইবার হামলা ঠেকাতে ইন্টারপোল ও ক্যাসপারস্কি’র যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ইন্টারপোলের সাথে প্রজেক্ট স্টেডিয়ার অংশ হিসেবে সাইবার হামলা ও হুমকির ডাটা শেয়ার করে ফ্রান্সে অনুষ্ঠিত সামার অলিম্পিক ২০২৪ সংক্রান্ত বিভিন্ন সাইবার জালিয়াতির ঠেকাতে কাজ করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। বড় টুর্নামেন্ট, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইবার বিশেষজ্ঞরা ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য চুরি করার উদ্দেশ্যে ডিজাইন করা ফিশিং ওয়েবসাইট এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের মতো হামলাগুলো মোকাবেলা করেছে বলে জানিয়েছে।

ক্যাসপারস্কি’র সহায়তায় ইন্টারপোল ফ্রান্স ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিশিং স্ক্যাম ও প্রতারণামূলক স্কিমগুলোর মতো বিভিন্ন সাইবার হামলা মোকাবেলা/প্রতিরোধ করেছে। ভুয়া টিকিট বিক্রি, বিভিন্ন সুপারশপে সাইবার জালিয়াতি ও প্রতারণামূলক বিভিন্ন অনলাইন স্ট্রিম থেকে ইন্টারনেট ব্যবহারকারী ও ইভেন্টে অংশগ্রহণকারীদের অর্থ এবং ডাটা চুরি থেকে রক্ষা করতে ইন্টারপোলকে সহায়তা করেছে ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কি’র পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা বলেন, “অলিম্পিক গেমসের মতো বড় গ্লোবাল ইভেন্ট লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে, এরকম ইভেন্টে আসা দর্শনার্থীদের ডাটা ও অর্থ চুরি করা সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য থাকে। ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষার জন্য, এই মাত্রার হুমকি মোকাবেলায় বেসরকারী ও সরকারী খাতের মধ্যে সহযোগিতা অপরিহার্য। বিশ্বব্যাপী সাইবার অপরাধকে নিষ্ক্রিয় করার যৌথ প্রচেষ্টায় অবদান রাখতে পেরে আমরা সম্মানিত। থ্রেট ইন্টেলিজেন্স ডেটা শেয়ার করার মাধ্যমে ক্যাসপারস্কি ইন্টারপোলের উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করে, এবং একইসাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং সামগ্রিকভাবে ব্যক্তি ও সমাজকে সুরক্ষিত করতে সময়োপযোগী সক্রিয় পদক্ষেপ নিতেও সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ক্যাসপারস্কি।”

ইন্টারপোল’এর সাইবার ক্রাইম বিভাগের পরিচালক নিল জেটন বলেন, “প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়, সাইবার অপরাধীদের পরিকল্পনা থেকে একধাপ এগিয়ে থাকার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গোয়েন্দা তথ্য ও হামলা সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা এবং ক্যাসপারস্কির মত অংশীদাররা নিত্যনতুন বিভিন্ন হামলার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়েছিল। ইন্টারপোল ক্যাসপারস্কির মতো বেসরকারি খাতের অংশীদারদের পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে টুর্নামেন্ট, দর্শকরা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো সাইবার হামলা থেকে রক্ষা পায়।”

ক্যাসপারস্কি ও ইন্টারপোল সহযোগিতার অংশ হিসেবে যৌথ অপারেশন-এ নেতৃত্ব দিয়েছে এবং সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অলিম্পিকের সময় প্যারিসে প্রায় ২৫,০০০ ফ্রি ওয়াই-ফাই স্পট নিয়ে ক্যাসপারস্কির গবেষণায় দেখা গেছে যে, এর প্রায় ২৫% ওয়াই-ফাই দুর্বল বা কোনও এনক্রিপশন নেই, যা ব্যবহারকারীদের ডেটা চুরির মুখোমুখি করেছে। আরও জানুন ব্লগ পোস্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.