শুধু প্রাতিষ্ঠানিক নয়, প্রান্তিক পর্যায়েও সেবা পৌঁছে দিতে কাজ করছে অগ্নি সিস্টেম
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড। আইটি খাতের কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৯ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানির মোট সাত কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯২ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩২ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৬৭ শতাংশ এবং বাকি ৪৫ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
জানা গেছে, কোম্পানিটি দীর্ঘদিন শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে অগ্নি সিস্টেমস সার্ভিস দিয়েছে। ব্যক্তি পর্যায়ে সার্ভিস তারা খুব একটা দেয়নি। কিন্তু গত এক বছরে দেশের ৪০ থেকে ৪৫টি জেলায় প্রাতিষ্ঠানিকের পাশাপাশি গ্রাম পর্যায়ে ব্যক্তি শ্রেনীর কাছেও অগ্নির সার্ভিস চলে গেছে। এজন্য প্রচুর বিনিয়োগ করতে হয়েছে। কোম্পানিটি ব্যবসা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করলেও সে অনুযায়ী কাঙ্খিত আয় আসেনি। ফলে চলতি বছরের তিন প্রান্তিকে আয় কিছুটা কমেছে।
এ বিষয়ে কোম্পানি সচিব আল হেলাল মো. মৌদুদ আহাম্মেদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব জেলায় ব্যক্তি শ্রেণী পর্যায়ে অগ্নির সার্ভিস পৌঁছে যাবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য আমাদের লোকসান বা মুনাফা কম করে হলেও সার্ভিস পৌঁছে দিতে হচ্ছে। ফলে গত তিন প্রান্তিকে মোট আয়ও কিছুটা কমেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের তিন প্রান্তিক মিলে (জুলাই২০২৩-মার্চ২০২৪) মোট আয় হয়েছে ০ দশমিক ৯০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০ দশমিক ৯৬ টাকা। বছরের ব্যবধানে কোম্পানির আয় কমেছে ০ দশমিক ০৬ টাকা। যদিও শুধু তৃতীয় প্রান্তিকে আয় কিছুটা বেড়েছে।
অগ্নি সিস্টেমস ৩০ জুন ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এছাড়াও ২০১৯ সালে ৭ শতাংশ, ২০২০ সালে ২ শতাংশ, ২০২১ সালে সাড়ে ৩ শতাংশ এবং ২০২২ সালে সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের দিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির ২০১৯ সালে মুনাফা হয়েছিল ৫ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও ২০২০ সালে ২ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা, ২০২১ সালে ৫ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা, ২০২২ সালে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৩ সালে ৮ কোটি ১৮ লাখ টাকা মুনাফা হয়েছে।