নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ সুতা উৎপাদন আরও বাড়াতে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। তাতে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা চার হাজার ৫৫০ টনে উন্নীত হবে। এতে প্রায় ১০০ কোটি টাকার মতো ব্যয় হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি জানায়, তুলা, পলিয়েস্টার, স্প্যানডেক্স কোর, স্পন সুতা উৎপাদনে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপন করা হবে। এতে মোট ৯৭ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হবে। যার ৩০ শতাংশ কোম্পানিটির আয়ের ইক্যুইটি এবং বাকি ৭০ শতাংশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করা হবে।