ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে প্রস্তুত আছি: হাসনাত আবদুল্লাহ
শেয়ারবাজার ডেস্ক : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত রয়েছেন।
গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।
তিনি বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।
গণজমায়েতের মঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম কবিতা আবৃত্তি করেন।
যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে।
রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে।
ম্যাচ খেলুন আপত্তি নাই।
শেয়ার বাজারকে গতিশীল করুন ।
সব দেশে শেয়ার বাড়তেছে আর আমাদের দেশে বারে না।
তা না হলে নির্বাচন দিন