নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকেল ৪টায় বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: নতুন উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতার অংশীদারিত্ব নেই দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় কর্মসূচি পালনের কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে ৪টায় হবে তাদের কর্মসূচি। সোমবার (১১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
তিনি ফেসবুক পোস্টে লেখেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে।
অন্যদিকে, বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, রোববার সন্ধ্যায় শপথ নেন নতুন তিন উপদেষ্টা। রাতেই বঙ্গভবনের সামনে এক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ। যশোরেও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Potato per kg 7o taka