আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ নভেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব ৯ চিনিকল

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। ১৫ নভেম্বর থেকে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড আখ মাড়াই ও চিনি উৎপাদনে গেলেও পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে।

সোমবার (১১ অক্টোবর) শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

এতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর ) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

এরমধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড ১৫ নভেম্বর, রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড ২৯ নভেম্বর এবং ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড ১৩ ডিস্বেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

আর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড ৬ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.