পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের পূবালী ব্যাংকের ৪০০ কোটি টাকা বন্ড ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। মঙ্গলবার (১২ নভেম্বর) বিএসইসির ৯৩১তম সভায় এই অনুমোদন দেয় হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউর করিম স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আনসিকিউরড, নন-কনভাটেবল, রিডেম্বল, ফ্লোটিং রেট, পূবালী ব্যাংক ৪র্থ সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৪০০ কোটি টাকা উত্তোলন করবে।
এই বন্ডের কূপন রেট হবে রেফারেন্স রেট+ ৩% কূপন মার্জিন। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ আন্ডার বেজ III শক্তিশালী করা হবে।
উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট। এছাড়া উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এর তালিকাভুক্ত হবে।