ইন্দোবাংলার লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.১০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে, আগের বছর যেখানে ৭ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
Stock Derivatives মার্কেট চালু করা হোক। ডেরিভেটিভস মার্কেটে তথা Futures Market এ ট্রেডিং ফি কম হয় বলে সেখানে বড় ট্রেডার্স/liquidity বেশি থাকে। বড় ট্রেডগুলো সেখানে হলে Spot মার্কেটে প্রাইস ফ্লাকচুয়েশনের প্রভাবটা তুলনামূলক কম পড়বে। একই সাথে মার্কেট down এ পড়তে থাকলে বিনিয়োগকারীরা short selling এর মাধ্যমে নিজের পোর্টফোলিও-কে hedge করার সুযোগ পাবে।free flot er 10% jate short sell kora jai emon niyom korle,jara technical analysis a expert tara down market a bebsha korar opportunity pabe,pakistan a free flot er 3% short sell korer niyom ase,news koren.
১% দিয়া ভাব দেখাল দশের মত,বাটপারী না??
১% দিয়া ভাব দেখাল ০.১০% দশের মত,বাটপারী না??
এগুলো হলো তামাশা ছাড়া আর কিছু নয়