আজ: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ইং, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

ইউপিজিডিসিএল’র সাফা অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করপোরেট রিপোটিং ও স্বচ্ছতায় সেরা মানের জন্য “সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০২৩” পেয়েছে ইউনাইটেড গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান হিসেবে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য ইউপিজিডিসিএল মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি অর্জন করেছে।

ইউনাইটেড গ্রুপের পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ সোমবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

টেকসই অনুশীলন ও করপোরেট দায়বদ্ধতার দক্ষতা অর্জন করা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর স্বীকৃতি দেয় সাফা। ইউপিজিডিসিএলের এ পুরষ্কার প্রাপ্তি বাংলাদেশের জ্বালানি খাতের প্রতিষ্ঠান হিসেবে দায়িত্বশীল রিপোটিংয়ে ইউনাইটেড গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.