আজ: শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ইং, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

তিন হাজার কোটি টাকার ঋণ পেল আইসিবি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের গ্যারান্টার হচ্ছে সরকার।

আজ বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

চিঠিতে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে।

চিঠিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং/অথবা ঋণের উপর অজিত/আরোপিত সুদ অথবা এর (আসল ও সুস) কোন অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ (আঠারো) মাসের জন্য বলবৎ থাকবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

১ টি মতামত “তিন হাজার কোটি টাকার ঋণ পেল আইসিবি”

  • আলমগীর হোসেন says:

    [10/17, 15:11] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার বাজার কে আরো আধুনিক করতে হবে।
    অ্যাকাউন্ট ব্যাংকের সাথে যুক্ত করতে হবে।
    যাতে সমগ্র বাংলাদেশের মানুষ সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
    আমরা নিজেরা নগদ বিকাশ রকেট এর মাধ্যম এ টাকা জমা দিব।
    তোলার সময় যাতে সহজে তুলতে পারি ভুতের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে।
    বিএসসির চেয়ারম্যানের বরাবর আবেদন শেয়ার মার্কেট কে আরো দ্রুত ডিজিটাল করেন।
    এতে মানুষের আস্তা এবং বিশ্বস্ততা বাড়বে।
    আল্লাহ হাফেজ।
    [10/19, 10:26] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার বাজার কে যতদিন
    ডিজিটাল না করবেন ততদিন দুর্বল থাকবে
    বোকারেস হাউস এর পাশাপাশি সমগ্র বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট যোগ করে দেন।
    সারাদেশের শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ
    শেয়ার ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারবে। গোপনীয়তা আরো মজবুত করতে হবে।
    মানুষের কোটি কোটি টাকার ব্যবসা
    খুব তাড়াতাড়ি ডিজিটাল করা উচিত।
    আমার টাকা আমি যখন খুশি তুলবো এবং যখন খুশি জমা দিব।
    ডিএসসি এবং বিএসসি এর নিকট আকুল আবে বিনো কারীদের দিকে তাকিয়ে না হলেও দেশের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল করেন।
    আল্লাহ তালা আপনাদের সঠিক জ্ঞান দান করেন।
    আমিন
    [10/21, 17:03] Md.alamgir hossain: বিসমিল্লাহির রাহমানির রাহিম,
    আমার মতাম,
    বাংলাদেশে শেয়ার বাজারে,
    বেসরকারি প্রতিষ্ঠানেশেয়ারের পরিমাণ ৩০ কোটি এর বেশি হওয়া উচিত নয়।
    এবং সরকারি কোম্পানি ৫০ কোটি শেয়ারের বেশি হওয়া
    উচিত না।
    তাহলে বাজার ভালো থাকবে।
    [10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
    মার্কেটে কোন কোম্পানি আসার পর
    জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
    এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
    বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
    [10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
    এখনো বোকারেজ হাউস নির্ভর।
    এতে মানুষের আস্থা
    কম।
    ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
    মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
    [10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
    মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
    আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
    প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
    [11/4, 19:13] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
    এখন মাঝে মাঝে অটো বাড়ানো উচিত।
    বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
    [11/4, 19:16] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,
    ,বিএসইসির নিকট আকুল আবেদন
    যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
    তাদেরকে কখনো জেটক্যাটাগরিতে নিবেন না।
    এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হবে।
    জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।

    বিনিয়োগকারীদের লস।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.