আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

‘নারী সমর্থনের নামে হলিউডে ভণ্ডামি হয়’

বিনোদন ডেস্ক : হলিউড তারকা সিডনি সুয়িনি। এ বছর প্রথমবারের মতো তিনি খবরের শিরোনামে আসেন যখন হলিউডের অভিজ্ঞ প্রযোজক ক্যারল বাউম ‌অপরিচ্ছন্ন এবং অভিনয় করতে জানে না বলে সিডনিকে ‌কটাক্ষ করেন। সিডনির প্রতিনিধির পক্ষ থেকে তখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। যেখানে বাউমকে একজন নারী হয়ে ‌অন্য নারীকে আক্রমণ করার জন্য নিন্দা জানানো হয়।

সেই প্রসঙ্গে তিনি আবারও মুখ খুলেছেন ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে। সেখানে তিনি সমগ্র হলিউডকেই তুলেছেন কাঠগড়ায়।

সিডনি বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে নারীরা একে অপরকে ছোট করে। তারাই একে অন্যকে টেনে নামাতে চায় যখন কেউ সফল হয়। পুরনো নারী শিল্পীরা নতুন প্রতিভাদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের হতাশ করতে চান নানাভাবে। হলিউডে এগুলো চলে প্রায়ই।’

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সবাই বলে ‘নারীরা একে অপরকে সমর্থন করে’। কিন্তু কিছুই হচ্ছে না। সবকিছু ভণ্ডামি। তারা পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে। স্বপ্ন ভেঙে দিতে চায়।’

সিডনি আরও বলেন, ‘আমরা একটা প্রজন্মগত সমস্যা দেখে ও শিখে বেড়ে উঠেছি যে এখানে একমাত্র একজন নারীই শীর্ষে থাকতে পারে। একসঙ্গে অনেক নারী কখনো শীর্ষে যায় না। সেজন্যই একে অপরকে উৎসাহিত করার বদলে শীর্ষে যেতে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে বা একে অপরকে নামাতে বাধ্য হয়। কেউ সেরা কাজ করলেই তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়, তার শত্রু বেড়ে যায়।’

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.