নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৮ম সভা ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে পর্ষদের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের ব্যবসা বাণিজ্য বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং ইউনিয়ন ব্যাংকের প্রতি সর্বস্তরের জনগণ আস্থা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
The should be definite statement/ comment about escaped / fleed M.D. of the Bank & the replacement of the MD.must be stated & all the executives appointed by S.Alam must be removed before any damage done.
Public money must be saved to return in time.Not like NBL.