এডুকো বাংলাদেশ এবং ইএসডিও এর সাথে যৌথভাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক ‘Leveraging youth employment in Bangladesh through improving their employability and competitiveness to fit with the 21st century job market (LIFT)’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে এবং ডিজিকন টেকনোলজি-এর সঙ্গে এডুকো বাংলাদেশ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল কবির খান, ম্যানেজার-চাইল্ড লেবার ইলিমিনেশন, এডুকো । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটল কুমার মজুমদার, এডভাইজার ইএসডিও। আরও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার ইসলাম, সিনিয়র সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইএসডিও, কে. এম শহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, শেখ নওশের আলি, যুব উন্নয়ন কর্মকর্তা, উক্ত অনুষ্ঠানে প্রকল্পটির কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ, এবং এডুকো ও ইএসডিও-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ৩০০ জন যুবক-যুবতীর (১৬-২২ বছর বয়সী) কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কার্যক্রমের অংশ হিসেবে যুবদের আধুনিক চাকরির বাজারের সাথে উপযোগী করে তুলতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজন করা হবে। বিকেটিটিসি ও ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডে এবং ডিজিকন টেকনোলজি-এর সমঝোতার ফলে এই প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়াটি আরও সুদৃঢ় এবং কার্যকরী হবে। এসময় বক্তারা জানান, এই প্রকল্পটি ঢাকার যুব সমাজের কর্মসংস্থানের সম্ভাবনা প্রসারিত করবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।
প্রধান অতিথি আফজাল কবির খান বলেন, “এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা যুব সমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের দ্বার উন্মোচন করতে চাই, যা তাদের জীবন মানের উন্নয়ন ঘটাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, বিএমইটি এর অনুমোদন সাপেক্ষে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকল্পের সফল বাস্তবায়ন যুব সমাজকে আধুনিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলবে এবং দেশের কর্মসংস্থানের হার বৃদ্ধি করবে।
লিফট প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের কর্মজীবনের জন্য শোভন ও উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।
ফটোক্যাপশান: আজ রবিবার, (১৭ নভেম্বর ২০২৪, রাজধানীর ইটিআরসি হল রুম, আদাবর-ঢাকা এডুকো বাংলাদেশ এবং ইএসডিও-এর যৌথ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজন করা হয়।