এখন থেকে মোবাইল নম্বর ভেরিফিকেশন করবে আরজেএসসি
নিজস্ব প্রতিবেদক : যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এখন থেকে জাতীয় পরিচয়পত্র এর সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরও ভেরিফিকেশন করবে। সাম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে দুইটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা চুক্তির মধ্যে অপর বিষয়টি হচ্ছে মধ্যে লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)।
গত ১০ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের পক্ষে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, এনডিসি, পিএসসি, টিই এবং আরজেএসসি এর পক্ষে রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান এনডিসি, (অতিরিক্ত সচিব) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এলএমএস -এর উপর সমঝোতার ফলে বিটিআরসি প্রদত্ত বিভিন্ন ধরণের লাইসেন্সধারী কোম্পানির শেয়ারহোল্ডার এবং পরিচালকদের তথ্য সম্পর্কিত উভয় পক্ষের রিয়েল টাইম ডেটা শেয়ারিং নিশ্চিত করবে এবং অপর চুক্তির ফলে আরজেএসসিতে নিবন্ধনের আবেদন এবং নিবন্ধন পরবর্তী আবেদনের ক্ষেত্রে আরজেএসসি উক্ত আবেদনে শেয়ারহোল্ডার এবং পরিচালকদের প্রাক-যাচাই নির্ধারিত মোবাইল নম্বরের মাধ্যমে সহজেই নিশ্চিত করা সম্ভব হবে। এটি আরজেএসসির পেপারলেস প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে যা ইইউএসএআইডি: ফিড দ্য ফিউচার দ্বারা তৈরি আরজেএসসির নতুন সিস্টেমের শ্লোগান।
অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক বলেন, বিটিআরসি এবং আরজেএসসি এর মধ্যে এই সহযোগিতা ডিজিটাল গভর্নেন্সে উদ্ভাবনের একটি নতুন যুগ তৈরি করবে। এ প্রযুক্তির ব্যবহারে আমরা সেবাগ্রহিতাদের নির্বিঘ্নে, নিরাপদে পরিষেবা প্রদান করতে পারবো। আরজেএসসির রেজিস্ট্রার বলেন, এই দুটি সমঝোতার ফলে আমরা আমাদের পরিষেবাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে গ্রাহক সেবা প্রদানের পথ প্রশস্ত করবে। যা পেপারলেস অফিসে রুপান্তরসহ বিশ্বব্যাংকের ব্যবসা শুরুর সূচকে বাংলাদেশর র্যাংকিং উন্নয়ন ঘটবে।
এ সময়ে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে কর্নেল এস এম রেজাউর রহমান, উপপরিচালক মুহাম্মদ ফারহান আলম এবং আরজেএসসির উপনিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামা জিকরা আমিন পিএএ, সহকারী নিবন্ধক রকিব আহমেদ রনী, অনন্ত কুমার পাল উপস্থিত ছিলেন।
ইফাদ অটোর বোনাস ০১% ডিক্লেয়ার করেছে ১৭ ই অক্টোবর।
এবং রেকর্ড ডেট ছিল ১৮ই নভেম্বর।
কিন্তু আমাদের বিএসসি চেয়ারম্যানসহ অন্যান্য ও কর্মকর্তারা এখনো বোনাসের সম্মতি দেননি।
কিন্তু কেন??
তারা কি এখনও সময় পাননি??
এক মাস হলেও তারা কেন দেরি করলো??
এতে ক্ষতি কার বিনিয়োগকারীদের হচ্ছে।
অনুমতি দেন বা না দেন এক সপ্তার মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত সর্বোচ্চ।