আজ: মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ইং, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

জয়পুরহাটে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অপরাধ নির্মূলে প্রয়োজন তরুণদের সাংস্কৃতিক জাগরণ

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট: সমাজের অন্যায়-অপরাধ ‍নির্মূল করতে হলে তরুণদের সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন বলে উল্লেখ করেছেন জয়পুরহাটের এক নীতি আলোচনার বক্তারা। তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা সুযোগ বৃদ্ধি করতে পারলে তাদের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার শঙ্কা কমে যাবে বলে মনে করছেন তারা মনে করছেন।

সোমবার সকালে জেলার স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘জয়পুরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় চলচ্চিত্র পরিচালক মমতাজুর রহমান আকবর বলেন, তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবতে হচ্ছে। আমাদের তরুণদের এক আলোকিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে হলে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করতে হবে। তাহলে তারা মননে ও আচরণে আলোকিত মানুষ হতে পারবে।

জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের সকল অপরাধ এবং অসঙ্গতি দূর করা সম্ভব বলে মন্তব্য করেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান। তিনি বলেন, পুলিশ প্রসাশনের উপর সাধারণ মানুষের আস্থা অর্জন করতে উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাজ চলেছে। সবাই যদি নিজ অবস্থান থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব রাখে, তাহলে সমাজের খারাপ দিকগুলো দূর করা সম্ভব।

আলোচনায় জয়পুরহাট জেলা রোভার সদস্য সীমানা আক্তার বলেন তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে জানিয়ে বলেন, তরুণদেরকে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। সেইসঙ্গে, তাদের খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে শুদ্ধ রাখার প্রতি উৎসাহিত করতে হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কমিউনিকেশন অফিসার সোহরাব হোসেন ও প্রোগ্রাম এসোসিয়েট আশিক তানভির অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহেদুল ইসলাম সাজু। এসময় তিনি, মাদকদ্রব্য চোরাচালান ও তরুণদের আসক্ত হওয়ার প্রবণতা ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিকার ও করণীয় সম্পর্কে তার মতামত তুলে ধরেন বক্তারা।

ইউএসএআইডির স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পেইনটির আওতায় www.amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত।
অনুষ্ঠানে নীতি আলোচনা ছাড়াও ‘নেতা আসছেন’ শিরোনামের নাট্য প্রদর্শনী মঞ্চস্থ হয়। নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় ও করণীয় সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়। এছাড়াও অনুষ্ঠানে কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা তাদের নাগরিক অধিকার বিষয়ক দাবি, মতামত, প্রত্যাশা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে তাদের সমাধান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী রিজিওনের সিনিয়র ম্যানেজার আসমা আকতার, মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরামের সভাপতি খ ম আব্দুর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.