শেয়ারবাজার বিক্রিতে আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে ২০ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার বিক্রিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় কোম্পানিটির চেয়ারম্যানসহ তিনজনকে প্রায় ২০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরা হচ্ছেন- বে লিজিংয়ের চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ ও তুষার এলকে মিয়া।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে আইন ভঙ্গ করে শেয়ার বিক্রি করায় আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়া কে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।
এছাড়াও, কোম্পানিটির শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।
অন্যদিকে, ২০২১ সালের বিভিন্ন প্রান্তিকে অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিধি মোতাবেক প্রভিশন না করায় বে লিজিং এর কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সতর্ক করেছে নিয়ন্ত্রন সংস্থা।
আলমগীর কবির, এফসিএ সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০ বছর ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান ছিলেন।
ইফাদ অটোর বোনাস ০১% ডিক্লেয়ার করেছে ১৭ ই অক্টোবর।
এবং রেকর্ড ডেট ছিল ১৮ই নভেম্বর।
কিন্তু আমাদের বিএসসি চেয়ারম্যানসহ অন্যান্য ও কর্মকর্তারা এখনো বোনাসের সম্মতি দেননি।
কিন্তু কেন??
তারা কি এখনও সময় পাননি??
এক মাস হলেও তারা কেন দেরি করলো??
এতে ক্ষতি কার বিনিয়োগকারীদের হচ্ছে।
অনুমতি দেন বা না দেন এক সপ্তার মধ্যে সিদ্ধান্ত নেওয়া উচিত সর্বোচ্চ।
Stock Derivatives মার্কেট চালু করা হোক। ডেরিভেটিভস মার্কেটে তথা Futures Market এ ট্রেডিং ফি কম হয় বলে সেখানে বড় ট্রেডার্স/liquidity বেশি থাকে। বড় ট্রেডগুলো সেখানে হলে Spot মার্কেটে প্রাইস ফ্লাকচুয়েশনের প্রভাবটা তুলনামূলক কম পড়বে। একই সাথে মার্কেট down এ পড়তে থাকলে বিনিয়োগকারীরা short selling এর মাধ্যমে নিজের পোর্টফোলিও-কে hedge করার সুযোগ পাবে।free flot er 10% jate short sell kora jai emon niyom korle,jara technical analysis a expert tara down market a bebsha korar opportunity pabe,pakistan a free flot er 3% short sell korer niyom ase,news koren.
সালারা টাউট
সালারা টাউট
এই জরিমানার টাকা বে-লিজিং কোম্পানির চলতি হিসাবে স্থানান্তর করা উচিত।
জরিমানার অর্থ আদায় হলে, সাধারণ বিনিয়োগকারীগন কি লাভবান হবে? আর আদায় না হলে কি আরও ক্ষতিগ্রস্ত হবে?