আজ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ইং, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুইপক্ষ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হয়েছে। যা আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় উল্লিখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা বা সমাবেশ করা যাবে না।

বুধবার সকালে উপজেলার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারও কথা ছিল। অন্যদিকে, একই স্থানে সম্মেলনবিরোধী অপরপক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এর আগে, গত সোমবার সম্মেলন বিরোধীরা একটি মিছিল বের করলে তাতে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। দুইপক্ষই একই স্থানে কর্মসূচি পালনের বিষয়ে অনড় থাকে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.