আজ: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ইং, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

হঠাৎ মেসিদের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

স্পোর্টস ডেস্ক : হুট করেই পদত্যাগ করেছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। গতকাল মঙ্গলবার ক্লাবের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণকে উল্লেখ করেছেন মিয়ামির এই কোচ।

সদ্য সমাপ্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) দাপট দেখিয়েছে মিয়ামি। এমএলএসের ইতিহাসের সর্বোচ্চ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা। জিতেছে সাপোর্টার্স শিল্ড সম্মান। এরপর আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মিয়ামি। এসব কিছুরই অন্যতম দাবিদার মার্টিনো।

এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করে সেরা তিনটি দলটি নিয়ে প্লে-অফ খেলে মিয়ামি। সেখানে হতাশায় ডুবেন মার্টিনো। প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় তার শিষ্যরা।

প্লে-অফ থেকে মিয়ামির ছিটকে যাওয়া মার্টিনোর পদত্যাগের অন্যতম কারণ হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। কেননা ব্যক্তিগত কারণ দেখালেও সুনির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করেননি বার্সেলো ও আর্জেন্টিনার সাবেক এই কোচ।

মিয়ামিতে আসার আগে বার্সেলোনা ও আর্জেন্টিনায় জুটি করেছিলেন মার্টিনো ও মেসি। ২০১৩ ও ২০১৪ মৌসুমে বার্সার কোচের দায়িত্ব পালন করেন মার্টিনো। এরপর ২০১৪ ও ২০১৬ সালে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ।

অন্যদিকে মেসি বার্সার সিনিয়র দলে ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন। ২০০৫ সাল এখন অবধি খেলছেন আর্জেন্টিনার জার্সিতে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.