আজ: রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ইং, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০২৪, শুক্রবার |

kidarkar

মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন।

এই সফরে প্রতিনিধিদলটি শ্রমমান, শ্রম খাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি, বেসরকারি খাত ও এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবে তারা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) করিম এ খান চার দিনের সফরে আগামী ২৫ নভেম্বর ঢাকা আসবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে মিয়ানমার সরকারকে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করে দায়ের হওয়া মামলা বিচারাধীন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.