অনলাইনে গ্যাস বিল পরিশোধে উপায় এবং তিতাস গ্যাসের অংশীদারত্ব
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী গ্রাহকদের জন্য অনলাইনে গ্যাস বিল পরিশোধের সুবিধার্থে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন পিএলসি’র সাথে অংশীদারিত্ব করেছে।
এই চুক্তির ফলে এখন থেকে তিতাস গ্যাস গ্রাহকরা উপায় এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্নে তাদের বিল পরিশোধ করতে পারবেন; ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বাড়তি সুবিধা এবং স্বাচ্ছন্দ্যে দেশের যেকোনো জায়গা থেকে বিল পরিশোধ করার সুযোগ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম এবং উপায়- এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক, শাহনেওয়াজ পারভেজ; উপায়- এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন; হেড অফ গভর্নমেন্ট সেলস হাসান মো. জাহিদ; গভর্নমেন্ট সেলস’স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া; এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং মোঃ সেকান্দার-ই-আজমসহ সিনিয়র প্রতিনিধিরাও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে উপায়-এর প্রতিশ্রুতির প্রতিফলন। এছাড়া, এই সুবিধার মাধ্যমে তিতাস গ্যাসের গ্রাহকদের উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করে সংশ্লিষ্টরা।