আজ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ইং, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

পুঁজিবাজারে দুই সপ্তাহের পুঁজি এক সপ্তাহেই গায়েব

নিজস্ব প্রতিবেদক: আগের দুই সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যে পরিমাণ পুঁজি ফিরেছিল, বিদায়ী এক সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি তার চেয়ে বেশি গায়েব হয়ে গেছে।

বাজার বিশ্বেষণে দেখা যায়, গত সপ্তাহের আগের দুই সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছিল ৯ হাজার ৩৪৬ কোটি টাকা। বিপরীতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি কমে গেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি নভেম্বর মাসের ০৩-০৭ সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। পরের ১০-১৪ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৮ কোটি টাকা।

বিপরীতে সদ্য বিদায়ী সপ্তাহে ১৭-২১ নভেম্বর বিনিয়োগকারীদের পুঁজি গায়েব হয়ে গেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৭.৭৫ পয়েন্ট বা ২.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৭.৫৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৬৭.৩৬ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৯.০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩৭.৯৬ পয়েন্ট বা ৩.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫১.৫৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৭ কোটি ৭২ লাখ ৩০ হাজার শেয়ার ৭ লাখ ৯৬ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা বা ১৫.৯২ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি ৮২ লাখ টাকা বা ১.৭৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫.৯৫৯ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪.২৬ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৮২.৬৪৮ পয়েন্ট বা ২.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৯.৯০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৬৬ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৮৬ লাখ ৫১ হাজার ৩১৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৬৪৭ টাকা বা ৪২.৩২ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.