আজ: সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ইং, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকগুলো হলো– ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক (এক্সিম) ও ট্রাস্ট ব্যাংক। গেল সপ্তাহে বিএসইসির ৯৩২তম কমিশন সভায় ব্যাংকগুলোর বন্ড অনুমোদন করা হয়।

ব্যাংকগুলোর মধ্যে ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকা, ব্যাংক এশিয়ার ৪০০ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড রয়েছে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। পাঁচটি বন্ডই স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

বন্ডগুলোর ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড কাজ করছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.