আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

বাংলাদেশি গার্মেন্টসের বকেয়া দিচ্ছে না অস্ট্রেলিয়ান কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ান ফ্যাশন রিটেইলার ‘মোজাইক ব্র্যান্ডস’-এ চলছে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতা। কোম্পানিটিতে এই অস্থিরতার কারণে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী।

দেশের মোট ২৩টি গার্মেন্টসের কাছে কোম্পানিটির বকেয়া পড়েছে কয়েক মিলিয়ন ডলার। কিন্তু তারা এই বকেয়া শোধ করছে না।

পদ্মা সাতেল আরব ফ্যাশনস নামের একটি গার্মেন্টেস থেকে পোশাক তৈরি করে সেগুলো আমদানি করত ‘মোজাইক ব্র্যান্ডস’। এই গার্মেন্টসে কাজ করেন প্রায় ৩ হাজার মানুষ। গার্মেন্টসটি গত জুন থেকে অস্ট্রেলিয়ান ওই কোম্পানিটির কাছ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বকেয়া পাওয়ার অপেক্ষা করছে।

গার্মেন্টসটির পরিচালক জাবেদ আহমেদ বলেছেন, বকেয়ার জন্য অনুরোধ থাকা সত্ত্বেও, মোজাইক আমাদের উৎপাদন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে এবং বলেছে দ্রুতই বকেয়া শোধ করবে। তিনি বলেছেন, মোজাইক তাদের জানিয়েছে, নিজেদের বিক্রি কমে যাওয়ায় তারা বকেয়া অর্থ দিতে পারছে না।
মোজাইক ব্র্যান্ডসকে যেসব গার্মেন্টস কোম্পানি তৈরি পোশাক সরবরাহ করে থাকে তারা বলেছে, কোম্পানিটির অর্থনৈতিক বিষয়টি তদন্ত করা উচিত। গার্মেন্টসগুলোর দাবি, মোজাইক ব্র্যান্ডের অর্থনৈতিক নীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার মধ্যে অন্যতম হলো তারা দেরিতে অর্থ পরিশোধ করে।

অর্থনৈতিক এই অস্থিরতা দূর করতে গত অক্টোবরে স্বাধীন প্রশাসন নিয়োগ করেছে মোজাইক ব্র্যান্ডস। এখন কোম্পানিটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে তারা তাদের সম্পদ বিক্রি করে দিতে পারে।

তবে কোম্পানিটি পুনর্গঠনের পর কী হবে সে বিষয়টি এখনো নির্ধারণ করতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী।

সূত্র: অ্যাপারেল রিসোর্সেস

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.