আজ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ইং, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ‘স্টুডেন্ট এজেন্সী নাইট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ব্যাংক দেশের প্রথম সারির এডুকেশন এজেন্সীগুলোর জন্য একটি স্টুডেন্ট এজেন্সী নাইটের আয়োজন করেছে। বৃহষ্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই প্রোগ্রামে প্রায় দেড় শতাধীক এডুকেশন এজেন্সীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই এজেন্সীগুলো উচ্চশিক্ষা লাভে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও পথনির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “দেশের ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষা একটি অন্যতম হাতিয়ার। উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের আর্থিক ও পরামর্শ সহায়তা প্রদানের মাধ্যমে আমরা দক্ষতা বৃদ্ধির ভিত্তি উন্নয়ন সাধন এবং দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে চাই”।

ইস্টার্ন ব্যাংক যুবাদের ক্ষমতায়ন এবং সৃজনশীল আর্থিক প্রোডাক্ট এবং পার্টনাশীপের মাধ্যমে বৈশ্বিক শিক্ষার দ্বার তাদের সামনে উন্মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইস্টার্ন ব্যাংকের ‘স্টুডেন্ট ফাইল’ সেবাটি ব্যাপকভাবে জনপ্রিয়, যার মাধ্যমে উচ্চাশিক্ষার্থে বিদেশগামী শিক্ষার্থীরা নিজস্ব প্রয়োজন অনুযায়ী ব্যাক্তিকেন্দ্রিক ব্যাংকিং সমাধান পেয়ে থাকেন। ইবিএল স্টুডেন্ট ফাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা যথেষ্ট সুবিধাজনক এবং কার্যকরি। এই ফাইলের মাধ্যমে ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার সহজ ও ঝামেলামুক্ত। বর্তমানে শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকের ৮৫টি শাখা থেকে স্টুডেন্ট ফাইল সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল এফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম, আঞ্চলিক শাখা প্রধান-ঢাকা ফারজানা আলী, ব্যাংকএশিওরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র ব্যবস্থাপক মোঃ খায়রুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.