আজ: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ইং, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

ইসলামী ব্যাংক কোম্পানি আইন ২০২৪ খসড়া বিষয়ে আইবিসিএফ এর সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর উদ্যোগে ‘ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়া’র ওপর ‘ইন্ডাস্ট্রি লিডারস ডায়ালগ’ ২৫ নভেম্বর ২০২৪, সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন।

আইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান ও গেøাবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আইবিসিএফ এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমেদ, আইবিসিএফ এর উপদেষ্টা এ কে এম নূরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার,গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মাহামুদ হোসেন, এফসিএ, ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আবদুল আউয়াল সরকার, ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওমর ফারুক। খসড়া আইনের উপর ২৫টি বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন মালেয়শিয়া ইনসিয়েফ ইউনির্ভাসিটির রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএম এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। ইস্টার্ন ব্যাংকের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারী মো: আবদুর রহিম খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট প্রধান কে এম রহমতুল্লাহ, ইসলামী ব্যাংকিংখাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানসমূহ থেকে প্রতিনিধিসহ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ও শরীআহ বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে তাঁদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুপারিশমালা উপস্থাপন করেন।

পরবর্তীতে যার ভিত্তিতে আইবিসিএফ পর্যালোচনা সাপেক্ষে একটি চ‚ড়ান্ত সুপারিশমালা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সীমা পেরিয়ে বিশ^ পরিমন্ডলে রোল মডেলে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার চার দশক পার হলেও ‘ইসলামী ব্যাংক কোম্পানি অ্যাক্ট ২০২৪’ এর প্রণয়নের উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতি আইবিসিএফ এর পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংলাপের মাধ্যমে প্রকৃত স্টেকহোল্ডারদের মতামত ও পরামর্শ ওঠে এসেছে। ইসলামী ব্যাংকিংয়ের বৈশি^ক মানদন্ড বজায় রেখে শরীয়াহর উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং আইন চূড়ান্তকরণে সংশ্লিষ্ট সকলের সুপারিশমালা বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানান তিনি।

অন্যান্য বক্তাগণ বলেন সফল ইসলামী ব্যাংকিং যাত্রায় পূর্ণাঙ্গ আইনের অনুপস্থিতির কারণে এই খাতে নিকট অতীতে দুর্বৃত্তায়ন ঘটেছে। আইবিসিএফসহ দেশে ইসলামী ব্যাংকিং নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা ও বোর্ড নিয়ন্ত্রক সংস্থার বাহিরে থেকেও এই খাতে নীতি সহায়তা প্রদান করেছে। তাই সকলের সমন্বিত সুপারিশমালাগুলো বিবেচনা করা হলে ইসলামী ব্যাংকিং এর গতিপথ আরো সুগম হবে বলে জানান আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.