আজ: সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ইং, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

বিএমবিএর “বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর উদ্যোগে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে “বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সন্ধ্যা ৬:৩০টায় শুরু হওয়া এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকি, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, আইসিবি চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসাইন চৌধুরী। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ট্যাক্স পলিসি মেম্বার জনাব একেএম বদিউল আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএ-এর কার্যনির্বাহী সদস্য জনাব সুমিত পোদ্দার। বিএমবিএ প্রেসিডেন্ট এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাজেদা খাতুন সভাপতিত্ব করেন।

আলোচনার প্রধান বিষয়সমূহ:

কর্মশালায় পুঁজিবাজারের উন্নয়নে কর নীতির সংস্কার, আইপিও প্রক্রিয়ার আধুনিকায়ন, বন্ড মার্কেটের সম্প্রসারণ, এবং বিশেষায়িত বন্ড চালুর মাধ্যমে বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি ও বেসরকারি কোম্পানির তালিকাভুক্তি সহজীকরণ, দুর্বল কোম্পানির ডি-লিস্টিং, এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য নীতিগত সহায়তার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে। বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।

অর্থ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমা মোবারেক তার বক্তব্যে বলেন, “দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারে আসতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন প্রয়োজন।” বিএসইসি চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ জানান, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ত্রৈমাসিক প্রকাশনা ‘Market Insights’ এর উদ্বোধন

কর্মশালার শেষে বিএমবিএ’র ত্রৈমাসিক প্রকাশনা “Market Insights” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সভাপতির সমাপ্তি বক্তব্যে বিএমবিএ প্রেসিডেন্ট বলেন, “পুঁজিবাজারকে টেকসই, বিনিয়োগবান্ধব ও আস্থার জায়গায় পরিণত করতে স্টেকহোল্ডারদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.