শাহ্জালাল ইসলামী ব্যাংক ও সেবা এগ্রো-টেকের মধ্যে চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক: দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রবাহ এবং দেশের আমদানী বিকল্প খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার লক্ষ্যে এগ্রিটেক প্রতিষ্ঠান সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও সেবা এগ্রো-টেকের ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিটি সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।