আজ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ইং, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২২৫ কৃষি উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ – ‘ভরসার নতুন জানালা’র আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬তম দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ট্যাংকের পাড়ে (লোকনাথ দীঘি পাড়) অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম মিউনিসিপ্যাল কমিউনিটি সেন্টারে আজ (২৭ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে জেলার ৯টি উপজেলার ২২৫ জন কৃষি-উদ্যোক্তা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, ইউসিবি’র এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেল ইউনিট মো. রিদওয়ানুল হক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা; ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

এ বিষয়ে প্রধান অতিথি রেজাউল করিম সিদ্দিক বলেন, “ভরসার নতুন জানালা প্রকল্পের মাধ্যমে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে ইউসিবি। দেশের কৃষি উদ্যোক্তাদের ব্যবসা ও আধুনিক কলাকৌশলের বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতায় দক্ষ করার মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।”

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ প্রভৃতি।

১ টি মতামত “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২২৫ কৃষি উদ্যোক্তা”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.