আজ: বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ইং, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

উত্থান ধরে রাখতে পারেনি পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইসিবিকে সভরেন গ্যারান্টির বিপরীতে এই ঋণ অনুমোদন করে। এই খবরে বুধবার শেয়ারবাজার চাঙ্গা হয়ে যায়।  তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস আগের দিনের চাঙ্গা ভাব ধরে রাখতে পারেনি শেয়ারবাজার। মূলত বুধবার উত্থানের কারণে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। সেই মুনাফা তোলার চাপে বাজারে পতন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির ঋণ প্রান্তির খবরে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছিল। তবে একদিনের ব্যবধানে সেই আশায় গুড়েবালি। অব্যাহতভাবে পড়তে থাকা শেয়ারবাজারে বুধবারের উত্থানে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। আজ সেই মুনাফা তুলতে ব্যস্ত হয়ে পড়ে বিনিয়োগকারীরা। একসাথে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ সহ্য করতে পারেনি শেয়ারবাজার। যার কারণে কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনা করলে দেখা যায়, আজ সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত সূচক উপরের দিকে উঠতে থাকে। এরপর নিচের দিকে নামতে থাকে সূচক। এরপর আর উত্থানে ফিরেনি সূচক। সবশেষ পতনেই শেষ হয় শেয়ারবাজারের লেনদেন।

এদিন পতন হলেও শেয়ারবাজারের লেনদেন আগের দিন থেকে বেড়েছে। তবে বাজার মূলধন ৬৯৫ কোটি টাকা কমেছে শেয়ারবাজার থেকে। লেনদেনে শুরুর আগে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৫১ কোটি ৬১ লাখ টাকা। আর লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা বাজার মূলধন ৬৯৫ কোটি ২২ লাখ টাকা বা ০.১০ শতাংশ হারিয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ০.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকার বা ৫ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫টির বা ৩২.০৫ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৯টির বা ১৭.৬৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ২৮টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.