বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে দেড় হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে পতনের মধ্যেও বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ১ হাজার ৬৩৭ কোটি ২৬ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে প্রধান সূচক পাশাপাশি লেনদেন কমেছে। তবে দেলদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর সব সূচক কমেছে। পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯২.৫৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ২.৮২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৬.২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.৩৩ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬.৮৯ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকা।
এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি ৪৬ লাখ টাকা বা ১৮.১৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা বা ০.২৫ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৯৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩২.৩০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৬৩১ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৬৬ টাকার।
এতে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৩৪ টাকা বা ২৪.৫০ শতাংশ।