আজ: শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ইং, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

বিনিয়োগ ঝুঁকি কমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরো কমেছে। কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আরো কমেছে। এর ফলে ঝুঁকিমুক্ত অবস্থানেই আছে বিনিয়োগ।

আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে রেশিও ১.২৪ শতাংশ বা ০.১২ পয়েন্ট।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কম বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। তবে বিদায়ী সপ্তাহে পিই রেশিও আরো কমেছে, পিই রেশিও কমায় শেয়ারে বিনিয়োগ ঝুঁকি মুক্ত অবস্থানে আছে।

দেশের শেয়ারবাজারের শেয়ারদর এখন এমনিতেই সর্বনিম্ন তলানিতে অবস্থান করছে। যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত।

আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ৯.৫১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৬৩ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, মিউচ্যুয়াল ফান্ড খাত ৩.২৫ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাত ৫.২৯ পয়েন্ট, ব্যাংক খাত ৬.৪৩ পয়েন্ট, সেবা ও আবাসন খাত ১০.৫১ পয়েন্ট, প্রকৌশল খাত ১০.৯২ পয়েন্ট, বস্ত্র খাত ১০.৯৯ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাত ১১.১২ পয়েন্ট, টেলিযোগাযোগ খাত ১২.৬০ পয়েন্ট, আর্থিক খাত ১২.৬৯ পয়েন্ট, বীমা খাত ১৩.৫১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাত ১৩.৭৬ পয়েন্ট, সিমেন্ট খাত ১৪.২৭ পয়েন্ট, বিবিধ খাত ১৬.৯২ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাত ১৮.৯৪ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাত ২৫.৪ পয়েন্ট, চামড়া খাত ৩৫.৬৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত ৬১.৯৪ পয়েন্ট, পাট খাত ৭৭.৮৯ পয়েন্ট এবং সিরামিক খাত ৮৩.৪ পয়েন্টে অবস্থান করছে।

আগের সপ্তাহে (১৭-২১ নভেম্বর) খাতভিত্তিক পিই রেশিও ছিল- মিউচ্যুয়াল ফান্ড খাত ৩.১৮ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাত ৫.২৩ পয়েন্ট, ব্যাংক খাত ৬.৩৪ পয়েন্ট, সেবার ও আবাসন খাত ১০.১৩ পয়েন্ট, প্রকৌশল খাত ১০.৭ পয়েন্ট, বস্ত্র খাত ১০.৯৯ পয়েন্ট, ওষুধ ও রসায় নখাত ১১.২৫ পয়েন্ট, টেলিযোগাযোগ খাত ১২.৫১ পয়েন্ট, বীমা খাত ১৩.৫৪ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাত ১৩.৯১ পয়েন্ট, সিমেন্ট খাত ১৪.২৮ পয়েন্ট, বিবিধ খাত ১৬.৭৩ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাত ১৮.২৭ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাত ২৪.৮৭ পয়েন্ট, আর্থিক খাত ২৫.৮২ পয়েন্ট, চামড়া খাত ৩৪.৮২ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত ৬০.৪৫ পয়েন্ট, পাট খাত ৭৯.০৭ পয়েন্ট এবং সিরামিক খাত ৮১.১৪ পয়েন্টে ছিল।

৪ উত্তর “বিনিয়োগ ঝুঁকি কমেছে শেয়ারবাজারে”

  • Anonymous says:

    [10/17, 15:11] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার বাজার কে আরো আধুনিক করতে হবে।
    অ্যাকাউন্ট ব্যাংকের সাথে যুক্ত করতে হবে।
    যাতে সমগ্র বাংলাদেশের মানুষ সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
    আমরা নিজেরা নগদ বিকাশ রকেট এর মাধ্যম এ টাকা জমা দিব।
    তোলার সময় যাতে সহজে তুলতে পারি ভুতের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে।
    বিএসসির চেয়ারম্যানের বরাবর আবেদন শেয়ার মার্কেট কে আরো দ্রুত ডিজিটাল করেন।
    এতে মানুষের আস্তা এবং বিশ্বস্ততা বাড়বে।
    আল্লাহ হাফেজ।
    [10/19, 10:26] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার বাজার কে যতদিন
    ডিজিটাল না করবেন ততদিন দুর্বল থাকবে
    বোকারেস হাউস এর পাশাপাশি সমগ্র বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট যোগ করে দেন।
    সারাদেশের শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ
    শেয়ার ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারবে। গোপনীয়তা আরো মজবুত করতে হবে।
    মানুষের কোটি কোটি টাকার ব্যবসা
    খুব তাড়াতাড়ি ডিজিটাল করা উচিত।
    আমার টাকা আমি যখন খুশি তুলবো এবং যখন খুশি জমা দিব।
    ডিএসসি এবং বিএসসি এর নিকট আকুল আবে বিনো কারীদের দিকে তাকিয়ে না হলেও দেশের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল করেন।
    আল্লাহ তালা আপনাদের সঠিক জ্ঞান দান করেন।
    আমিন
    [10/21, 17:03] Md.alamgir hossain: বিসমিল্লাহির রাহমানির রাহিম,
    আমার মতাম,
    বাংলাদেশে শেয়ার বাজারে,
    বেসরকারি প্রতিষ্ঠানেশেয়ারের পরিমাণ ৩০ কোটি এর বেশি হওয়া উচিত নয়।
    এবং সরকারি কোম্পানি ৫০ কোটি শেয়ারের বেশি হওয়া
    উচিত না।
    তাহলে বাজার ভালো থাকবে।
    [10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
    মার্কেটে কোন কোম্পানি আসার পর
    জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
    এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
    বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
    [10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
    এখনো বোকারেজ হাউস নির্ভর।
    এতে মানুষের আস্থা
    কম।
    ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
    মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
    [10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
    মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
    আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
    প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
    [11/4, 19:13] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
    করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
    এখন মাঝে মাঝে অটো বাড়ানো উচিত।
    বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
    [11/4, 19:16] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,
    ,বিএসইসির নিকট আকুল আবেদন
    যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
    তাদেরকে কখনো জেটক্যাটাগরিতে নিবেন না।
    এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হবে।
    জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।

    বিনিয়োগকারীদের লস।

  • MD JUNED AHMED CHOWDHURY says:

    BAXIMCO SHAIR ER INVESTOR DER TAKA FEROTH DEWAR BEBOSTA KORA HOWK , GP ER SHAIR last 2 mash jabot kunu price barsena.

  • আ: মতিন ভুইয়া says:

    1st JANATAMF এর টাকা নাকি মেরে চলে গেছে। BSEC Chairman Sir ফানডের বিগত ৩ বছরের হিসাব কিতাব অনিয়ম অনুসনদন করে আমাদের কিনা দামটা ফিরত দিয়ে বাধিত করিবেন। মানুষ চিরদিন বাচেনা। একটা সুবিচার করেন। আললাহপাক আপনার সহায় হবেন।

  • আ: মতিন ভুইয়া says:

    1st JANATAMF এর টাকা নাকি মেরে চলে গেছে। BSEC Chairman Sir এর নওকট বিনীত অনুরোধ ফানডের বিগত ৩ বছরের হিসাব কিতাব অনিয়ম অনুসনদন করে আমাদের কিনা দামটা ফিরত দিয়ে বাধিত করিবেন। মানুষ চিরদিন বাচেনা। একটা সুবিচার করেন। আললাহপাক আপনার সহায় হবেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.