আজ: মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ইং, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

ওয়ালটন ক্যাবলস এর সাথে কি করবেন চিত্রনায়ক সিয়াম?

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।
সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটন ইলেকট্রিক সল্যুশন এর সিইও মো. ওমর ফারুক, হেড অফ সেলস- ঢাকা দক্ষিণ এর মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা উত্তর এর মো. মেসবাহ উল বারী, প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক, ক্যাবলস ব্র্র্যান্ডিং এর মো. রুবেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, “আমি সর্বদা আমার পরিবারের নিরাপত্তায় নিয়ে চিন্তা করি। অন্য সবার মতো মানুষ হিসেবে আমারও অন্যতম চাওয়া হচ্ছে নিরাপদ বাসস্থান এবং দুশ্চিন্তামুক্ত জীবন। নিরাপদ এবং সুন্দর আগামীই আমাদের সবার কাম্য। তাই নিরাপদ ক্যাবলস ব্যবহারে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমার যুক্ত হওয়া। ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.