আজ: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ইং, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা ১০১’ প্রশিক্ষণ পরিচালনা করবে ব্র্যাক ব্যাংক ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের সিগনেচার প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর প্রশিক্ষণ কর্মসূচিতে অ্যাকাডেমিক পার্টনার হিসেবে এবার চট্টগ্রামে যুক্ত হলো চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

নারী উদ্যোগতাদের স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে এবং ক্ষমতায়ন নিশ্চিতে একসাথে কাজ করতে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৪ নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, উদ্যোগী নারীদের স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে ‘উদ্যোক্তা ১০১’ নামক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই পূর্ণাঙ্গ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা শাণিত করতে সহায়তা করে, যা তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চালু করা হয়েছে।

চুক্তির অধীনে সিআইইউ থেকে তিন মাসের একটি সার্টিফিকেট কোর্স সমপন্ন করার সুযোগ পাবেন নারীরা। যেখানে তারা দক্ষতা অর্জনের বিষয়ে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ নানা ধরণের বিষয়ে ধারণা লাভ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন এবং সিআইইউর রেজিস্ট্রার আঞ্জুমান বানু লিমা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিস্বাক্ষর করেন।

সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর অনট্রপ্রেনরশিপ, ইনোভেশন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর পরিচালক ড. মোসলেহউদ্দিন খালেদ চৌধুরী। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ছিলেন হেড অফ স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস, এসএমই ব্যাংকিং মোহাম্মাদ জাকিরুল ইসলাম।

এই পার্টনারশিপের মাধ্যমে, ব্র্যাক ব্যাংক এবং সিআইইউ-এর লক্ষ্য হল সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো, নারীর ক্ষমতায়নে অর্থপূর্ণ অবদান রাখা এবং সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.