আজ: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ইং, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ নভেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ১৫২টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং বিভিন্ন শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজম্যান্ট টিম ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর প্রধান (চলতি দায়িত্বে) এ. কে. এম. এহসান প্রধান অতিথি এবং পরিচালক মোঃ মোস্তাকুর রহমান বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ এবং রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর অতিরিক্ত পরিচালক ড. মোঃ রায়হানুল ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ মাহবুবুর রহমান।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসেন, আদিল রায়হান ও অসিম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান লোপিতা মান্নানসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.