আজ: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ইং, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

বৈশ্বিক সূচকে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। ফলে বাজার মূলধনের দিক দিয়ে বৈশ্বিক সূচকের চেয়ে পিছিয়ে রয়েছে দেশের শেয়ারবাজার। বিশ্লেষকরা বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়বে না।

শেয়ারবাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নানা অনিয়ম ও অদক্ষতার কারণে দেশের পুঁজিবাজার ব্যাহত হচ্ছে। শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুসংগঠিত শেয়ারবাজার অপরিহার্য হলেও তা এখনো গড়ে ওঠেনি।

দেশের শেয়ারবাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত ৮ শতাংশের নিচে। পাশের দেশ ভারতে এই হার ১২০ শতাংশ।

পরিসংখ্যান বলছে, বৈশ্বিক র‍্যাংকিংয়ে ৫ ধাপ নেমে দেশের শেয়ারবাজার অবস্থান করছে ৪২তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বে প্রথম নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ৬ষ্ঠ স্থানে থাকা ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৫.৬২ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন সাড়ে ৬ লাখ কোটি টাকার ঘরে। শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, দেশের স্থিতিশীলতা যদি ঠিক মতো বজায় থাকে, বাংলাদেশের অর্থনীতিও দুই তিন বছরের মতো ওইরকম একটা পর্যায়ে পৌঁছবে। যখন বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ হবে।’

তিনি বলেন, শেয়াররবাজার থেকে যারা পুঁজি সংগ্রহ এবং জোগান দেন তাদের আগ্রহ কমায় আকার বাড়েনি বাজারের। এজন্য সার্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন সাবেক চেয়ারম্যান।

ফারুক আহম্মেদ সিদ্দিকী বলেন, ‘দেশি পুঁজি হোক আর বিদেশি পুঁজি হোক, তারা কেন দৌঁড়াতে চাইবেন এদের পেছনে। সুতরাং বাংলাদেশে সুশাসন হলে বিনিয়োগ হবে, বিনিয়োগ হবে মুদ্রা বাজার, শেয়ারবাজার উভয়ই উপকৃত হবে।’

বাংলাদেশের শেয়ারবাাজার গত ১৫ বছর যাবত তারল্য সংকটের বৃত্তে আটকে আছে। ধারাবাহিক পতনে দেশের শেয়ারবাজারের সূচক ও বাজার মূলধনেও ব্যাপক পতন হয়েছে। যা দূর করতে কাজ করছে গঠিত টাস্কফোর্স।

টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল আমীন সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে যারা ভুগছে তাদের যতদ্রুত সম্ভব একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন, আমাদের শেয়ারবাজারের বড় সংকট হলো আস্থার সংকট। তারপর তারল্য সংকটতো রয়েছেই।

অধ্যাপক আল আমীন বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ সুগম হবে বলে মনে হয় না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.