আজ: বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ইং, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

এসবিএসি ব্যাংকের জন্য আইসিটি সমাধান দেবে বাংলালিংক সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:  সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির (এসবিএসি ব্যাংক পিএলসি) সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। ব্যক্তি, ব্যবসা ও করপোরেট ক্লায়েন্টদের জন্য বিস্তৃত পরিসরের ব্যাংকিং পণ্য ও সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক – এসবিএসি।

এই চুক্তির আওতায়, ব্যাংকটির জন্য এসএমএস ব্রডকাস্ট ও ভয়েস কানেকশন (করপোরেট কানেক্টিভিটি) সহ আইসিটি সমাধান নিশ্চিত করবে বাংলালিংক। ফলে, এসবিএসি ব্যাংকের জন্য গ্রাহক বিপণন সেবার আওতা বৃদ্ধি করা ও নতুন গ্রাহকদের কাছে পৌছানো এখন আরও সহজ হবে। চুক্তির কারণে এখন আরও কার্যকর উপায়ে গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের হেড অফিস টাইগার্স ডেনে গত ২১ নভেম্বর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে, এসবিএসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম এবং এসবিএসি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন।

এ বিষয়ে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন বলেন, “বিভিন্ন খাতে উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে উদ্ভাবনী ডিজিটাল সমাধান নিশ্চিতে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস টিম নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল অপারেটর হিসেবে আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিস্তৃত পরিসরের আইসিটি সমাধানের মাধ্যমে এসবিএসি ব্যাংক উপকৃত হবে বলে আশাবাদী আমরা। আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানটি এর উন্নত ব্যাংকিং পণ্য ও সেবা দিয়ে আরও বেশি গ্রাহককে সন্তুষ্ট করতে সক্ষম হবে।”

এ বিষয়ে এসবিএসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম বলেন, “ডিজিটাল ইকোসিস্টেমের বিভিন্ন অংশীদার ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে। বাংলালিংকের অত্যাধুনিক আইসিটি সমাধানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা আরও বেশি সমৃদ্ধ করার সুযোগ পাবো।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.