আজ: বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ইং, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

বাজারে এসেছে লেনোভোর নতুন ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশের বাজারে লেনোভো অফিসিয়ালি নিয়ে এসেছে Military Grade-STD-810H টেস্টেড হাই পারফরম্যান্স বিশিষ্ট লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রী আই ল্যাপটপ যা কর্মক্ষমতা,স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার জন্য ব্যবহারকারীর চাহিদা মেটাতে সক্ষম।

১৩তম জেনারেশনের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৩.৬ থেকে ৪.৯ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই সেভেন -১৩৬২০H প্রসেসর, ১৬জিবি ডিডিআরফাইভ -৪৮০০ র‍্যাম এবং ৫১২জিবি জেন৪ এসএসডি যা দ্রুত মাল্টিটাস্কিং এবং উচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করে ফলে ল্যাপটপটি পেশাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আদর্শ।

১৪ ইঞ্চি এন্টি গ্লেয়ার ডিসপ্লে এর এই ল্যাপটপটির ব্রাইটনেস ২৫০ নিটস এবং ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি MILITARY GRADE-STD-810H টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো,তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। এই ল্যাপটপটি মিলিটারি গ্রেডের স্থায়িত্বের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ করে নির্ভরযোগ্যতা এবং কার্যক্ষমতার জন্য একটি নতুন মান নির্ধারণ করে।

কর্মক্ষেত্রে ব্যবহার বা বিনোদনের জন্যই হোক না কেনো,লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রী আই এর ব্যবহারকারীকে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ব্যাকলিট কিবোর্ড, স্টুরিও স্পিকার যেটা ডলবি অডিও এর জন্য অপটিমাইজড, ওয়াই-ফাই ৬,ব্লুটুথ ৫.২, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটার যুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ আরও নানা ফিচার। মাত্র ১.৩৭ কেজি ওজনের ল্যাপটপটি পাওয়া যাচ্ছে আর্কটিক গ্রে কালারে।
২বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসির ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.