যমুনা অয়েলের আয় বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে হিসাববছরের সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪০ টাকা ৮৫ পয়সা।
সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৭ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২২৮ টাকা ৬১ পয়সা।