আজ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ইং, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ, নেই শান্ত-তাওহিদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক: টেস্ট সিরিজ প্রায় শেষ হতে চললো। এরপরই ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস।

ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। গ্রোইন ইনজুরির কারণে এই ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণেই মিরাজের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো।

ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির টেস্ট সিরিজ না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওযাড এদিকে প্রায় এক বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ওয়ানডে দলে নেই ধ্রুব। এছাড়া বাঁ-হাতি ব্যাটার, গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া জাকির হাসানকে বাদ দেয়া হয়েছে এই দল থেকে।

বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.