১৮৯ কোটি টাকার খেলাপি ঋণ, ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে পরোয়ানা
পুঁজিবাজরে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮৯ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর ও তার দুই সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।
সোমবার (২ ডিসেম্বর) ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানান, ২০১৯ সালের শুরুতে গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের নামে শিপব্রেকিং ব্যবসার জন্য ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭৫ কোটি টাকা ঋণ নেন আশিকুর রহমান লস্কর। কোনো ধরনের জামানত ছাড়া নেওয়া এ ঋণের কোনো কিস্তিই পরিশোধ করেননি তিনি। এমন পরিস্থিতিতে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ব্যাংকের নথি সূত্রে জানা যায়, গত বছর ব্যাংকের পক্ষ থেকে আদালতে দায়ের করা মামলায় আশিকুর রহমান লস্করসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন ও চেয়ারম্যান সাদিকা আফরিন দিপ্তীকেও আসামি করা হয়। ঋণ গ্রহনের পর থেকে মোয়াজ্জেম ও তার স্ত্রী সাদিকা আফরিন পলাতক আছেন।
আদালত সূত্র বলছে, ৬ মার্চ, ২০২৩ তারিখে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করে আশিকুর রহমান লস্কর দুবাই পালিয়ে যান। ১ হাজার ৮০০ কোটি টাকার খেলাপি ঋণের জন্য তার বিরুদ্ধে ১০টি ব্যাংক মামলা করেছে। মামলাগুলো হয়েছে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে।