নতুন শেয়ার ইস্যু করবে ড্যাফোডিল কম্পিউটার্স
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড নতুন করে সাধারণ শেয়ার (Common Share) ইস্যু করতে চায়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে।
সোমবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন শেয়ার ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড নতুন করে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামেলি কনসার্নের নামে নতুন শেয়ারগুলো ইস্যু করা হবে।
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১২ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি মাত্র ২১ পয়সা আয় করেছে। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ২৪ পয়সা।